ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা কৃষ্ণ গোপাল সাহা (৬০) নামে এক ব্যক্তির করোনা ভাইরাস পজিটিভ এসেছে।
শুক্রবার সকালে খুলনা পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে করোনা পজিটিভ আসে। এই প্রথম ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করল।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন জানান, ৬০ বছর বয়সী ওই ব্যক্তি শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ৩ জুন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর ৭ জুন তিনি মারা যায়। শুক্রবার খুলনা থেকে আসা রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। করোনা পজিটিভ আসায় তার বাড়ী লকডাউন করা হয়েছে। সেই সাথে পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।

পিবিএ/আরাফাতুজ্জামান/এমআর

আরও পড়ুন...