ঝিনাইদহে করোনা আক্রান্ত সন্দেহে ডাক্তারের বাড়ি লকডাউন

লকডাউন

পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আব্দুস সোবাহান নামের এক ব্যক্তিকে হোমকোয়ান্টাইনে রাখা হয়েছে। শুক্রবার ওই ব্যক্তিকে হোম কোয়ারান্টাইনে নির্দেশ দেওয়া হয়। ওই গাড়িচালকের বাড়ি পৌর এলাকার হরিদেপুর গ্রামে। অপরদিকে আক্রান্ত সোবাহানকে চিকিৎসাসেবা দেওয়ায় ডাক্তার সুকুমারের বাড়িও লকডাউন হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

স্থানীয়রা জানান, সোবাহান পেশায় একজন গাড়ী চালক। কয়েকদিন ধরেই তার ঠান্ডা, কাশি ও গলা ব্যাথাসহ জ্বরে আক্রান্ত। তাকে গোঁপনে বাড়ির পৃথক একটি কক্ষে রাখা হয়। এরই মাঝে বিষয়টি জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।শৈলকুপা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতিম শীল জানান, করোনা উপসর্গ নিয়ে ডাক্তার সুকুমারের বাড়ি চিকিৎসা নিচ্ছে এক গাড়িচালক। এমন সংবাদে ডাক্তারের বাড়ি থেকে গাড়ি চালককে আটক করে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে এবং চিকিৎসাসেবা দেওয়া ডাক্তার সুকুমারের বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ রাশেদ আল মামুন জানান, ওই ব্যক্তির করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে গাড়ী চালককে। ১৪দিনের মধ্যেই মূলত নিশ্চিত হওয়া যাবে ওই চালক করোনা আক্রান্ত হয়েছেন কিনা।উল্লেখ্য, শৈলকুপা উপজেলায় আইসোলেশনে ১জন ও ৩টি বাড়ি লকডাউন ঘোষণা। বিদেশ থেকে আসা মোট ৭০ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পিবিএ/এসএএন

আরও পড়ুন...