ঝিনাইদহে করোনা ঝুঁকি নিয়েই শিশুদের সেবা দিচ্ছেন গ্রাম্য ডাক্তারা

পিবিএ,ঝিনাইদহ: জাতির এই ক্রান্তিলগ্নে ঝিনাইদহ জেলার গ্রত্যান্ত গ্রাম্য ডাক্তারা জীবনের ঝুঁকি নিয়ে অবুঝ শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন প্রতিদিনি। এক সময় যাদের অবহেলার চোখে দেখা হতো, তারাই আজ এগিয়ে এসেছেন সেবার ব্রত নিয়ে।

জেলা এবং উপজেলার বেশির ভাগ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাসেবা না পেয়ে এসব গ্রাম্য ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন শিশুদের বাবা মা। জেলার বিভিন্ন গ্রামঞ্চলের ইউনিয়ন জনপ্রতিনিধিদের কাছ থেকে জানা যায় যে, জেলার বিভিন্ন বাজার গ্রামে গ্রামে গ্রাম্য ডাক্তারদেরকে জীবনের ঝুকি নিয়ে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত শিশুদের সেবা যাচ্ছেন। এবিষয়ে সিভিল সার্জন সেলিনা পারভিন বলেন গ্রাম্য ডাক্তারদের অবহেলা না করে জাতির এই ক্লান্তি লগ্নে সেবার ক্ষেত্রে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় উত্তম। অধিকাংশ গ্রাম্য ডাক্তারা বলেন মানুষের সেবার জন্য ডাক্তারি পেশায় এসেছি মৃত্যু তো একদিন হবেই, ভয় পেয়ে লাভ কী ? মৃত্যু যদি হয় তবে মানুষের সেবা দিয়েই মরতে চাই।
পিবিএ/আতিকুর রহমান/এএম

আরও পড়ুন...