ঝিনাইদহ কালীগঞ্জে দুই খাবার হোটেলেকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পিবিএ, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহ কালীগঞ্জে নোংরা পরিবেশে খাবার বিক্রয় ও নোংরা পাত্রে খাবার রাখার অপরাধে দুই খাবার হোটেলকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ মেইন বাসস্টান্ডে ঘোষ সুইটের মালিক সুবাস চন্দ্র ঘোসকে ১০হাজার ও নিউ বাগাট হোটেলের মারিক নিরঞ্জন ঘোষকে ৯হাজার টাকা জরিমানা আদায় করেন। এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ভূপালি সরকার এ সময় কালীগঞ্জ থানার এসআই জাকারিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ভূপালি সরকার জানান, ভোক্তা অধিকার সংরক্ষন আইনের ৪২ধারায় ঘোষ সুইটকে ১০হাজার ও নিউ বাগাট হোটেলকে ৪২ও ৪৮ ধারায় ৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরো বলেন এ অভিযান অব্যাহত থাকবে।

পিবিএ/ আরিফ মোল্ল্যা/জেডআই

আরও পড়ুন...