টঙ্গীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ

পিবিএ,টঙ্গী: টঙ্গীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম কর্তৃক ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লার তত্ত্বাবধানে গতকাল রোববার সকালে তার অফিসে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ১৫শ’ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বৈশি^ক মহামারি কোভিড-১৯ মোকাবেলায় গোটা বিশ^ আজ বিপর্যস্ত।

বাংলাদেশেও এই করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে চলছে। প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে দেশের কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড় করিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা। তিনি বলেন, অসহায় দুস্থ মানুষের কষ্ট লাগবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলীয় নেতাকর্মীরা পাশে এসে দাঁড়িয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের প্রভাবশালী নেতা বিল্লাল হোসেন মোল্লা, ৫৪নং ওয়ার্ড সচিব নাহিদ পারভেজ, মাষ্টার রোল যাচাইকারী জাহিদ হাসান, ট্যাগ অফিসার কামরুল ইসলাম জয় প্রমুখ।
পিবিএ/মাহবুবুর রহমান/বিএইচ

আরও পড়ুন...