পিবিএ, টঙ্গী( গাজিপুর): টঙ্গীর নতুন বাজারে মঙ্গলবার( ২৩ জুলাই) রাত সাড়ে আটটায় শ্যামল গোল্ড ওয়ার্কস নামে একটি স্বর্ণের দােকানে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে । ডাকাতরা আগ্নেয়াস্ত্রের মুখে দোকান মালিককে জিম্মি করে ৮০ ভড়ি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা লুট করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে আটটায় ৭/৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সাদা রংয়ের মাইক্রোবাস যোগে নতুন বাজারস্থ টঙ্গী কালীগঞ্জ রোডে মাইক্রোটি রেখে নতুন বাজারের ওই দোকানে প্রবেশ করে । এ সময় তাদের হাতে পিস্তল, হাত বোমা ও ধাঁরালো অস্ত্র ছিলো । বাজারের লোকজন কোন কিছু বুঝে উঠার আগেই ডাকাতরা ওই দোকানে হামলা করে এবং দোকান মালিককে জিম্মি করে লোহার সন্দুক ও ক্যাশ বাক্স ভেঙ্গে টাকা ও স্বর্ণ নিয়ে যাওয়ার সময় ৩টি বোমা বিস্ফোরণ ঘটায় । এতে এক রিকশা চালকসহ ৩ পথচারী আহত হয়। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ, র্যাব, ডিবি পুলিশসহ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল এমপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
এদিকে টঙ্গী পূর্ব ও পশ্চিম নামে দুটি থানা এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি চরম অবনতি বিরাজ করছে বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। এলাকবাসী জানান, ৬ মাসের ব্যবধানে থানার বিপরিতে ১শ গজের মধ্যে একটি বাসায় এবং নতুন বাজারে দুটি স্বর্নের দোকানে ডাকাতিসহ একাধিক ডাকাতির ঘটনা ঘটলো টঙ্গীতে । এছাড়া চুরি, ছিনতাই, ধর্ষন, খুন, হত্যাকান্ড, চাঁদাবাজি তো চলছেই । থেমে নেই মাদক ব্যবসাও ।
পিবিএ/বাখ