টঙ্গীতে স্বামী স্ত্রী মিলে বাবা-মাকে পিটিয়ে হত্যার চেষ্টা

পিবিএ, টঙ্গী: টঙ্গীর এরশাদনগর টেকবাড়ি এলাকায় বাবা-মাকে পিটিয়ে জখম করেছে বড় ছেলে ও ছেলের বউ। আহত বাবা মণিকাঞ্চন ও সৎ মা তাছলিমাকে মুমূর্ষ অবস্থায় টঙ্গী সরকারি শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গীতে স্বামী স্ত্রী মিলে বাবা-মাকে পিটিয়ে হত্যার চেষ্টা

আহত মো. মণিকাঞ্চন জানান, গত দুই বছর আগে আমার প্রথম স্ত্রী মারা যায়। পরে, ছেলে মেয়েদের অনুরোধে আমি তাছলিমাকে বিয়ে করি। দ্বিতীয় বিয়ের পরপর আমার দুই ছেলে তিন বোন মিলে জমি সংক্রান্ত ভাগাভাগি নিয়ে আমার ও আমার স্ত্রীর উপর নির্যাতন শুরু করে। বিষয়টি এলাকার ওয়ার্ড কাউন্সিলর কে জানালে, তিনি একাধিকবার বিচার করে দেয়।

কিন্তু ছেলে মেয়েরা ওই বিচার না মেনে গত সোমবার রাত ৮টার দিকে আমাকে ও আমার স্ত্রীকে বাঁশের লাঠি ও ইট দিয়ে মাথা, কান ও কোমর থেথলি দেয়। পরে, আমি আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে ভর্তি হই। অন্যদিকে, স্ত্রীর অবস্থা আশংকা জনক । তিনি আরো জানান, আমার বড় ছেলে কামাল হোসেন ও স্ত্রী শাহানাজ বেগম দু’জনে মিলে আমার দ্বিতীয় সংসারে যত ঝামেলা পাকাচ্ছে ।

এবিষয়ে টঙ্গী সরকারি হাসপাতালের ডিউটিরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পারভেজ বলেন, রোগিকে দেখেছি। তাসলিমা নামের রোগীটির শরীরের বিভিন্নস্থানে জখমে রয়েছে । এব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসারইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, এবিষয়ে দু’ পক্ষের মৌখিক অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পিবিএ/টঙ্গী থেকে মৃণাল চৌধুরী/বিএইচ

আরও পড়ুন...