টাঙ্গাইলে তিন দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন

শিক্ষকদের মানববন্ধন

পিবিএ, টাঙ্গাইল : গ্রেডে বেতন নির্ধারণের দাবি বাস্তবায়নসহ তিন দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিটিআই-এর ডিপিএড প্রশিক্ষনণার্থী ও সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা।

গত রোববার সকালে জেলার প্রাইমারি টিচার্স ট্রেনিং (পিটিআই) এর সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক নাজমুল হুদা, কামরুন্নাহার মুন্নি, আল মামুন, রেজাউল করিম, আব্দুল জলিল, মাকসুদ খান, আব্দুল আলিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শেখ হাসিনা মমতাময়ী মা। সেই মায়ের কাছে আমাদের দাবিগুলোর বাস্তবায়ন চাই।

এ সময় জেলার প্রায় ৫ শতাধীক শিক্ষকরা অংশগ্রহণ করে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

তিন দফা দাবিগুলো হলো প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের একধাপ নিচে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ, অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ১০ ধাপ দেওয়া হলে প্রশিক্ষণ প্রাপ্ত সহকারী শিক্ষকদের ১১ তম ধাপ নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টি না করে অফিস করণিক/অফিস সহকারী পদ সৃষ্টি করা, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ২য় শ্রেণির মর্যাদা প্রদান।

পিবিএ/শআ

আরও পড়ুন...