পিবিএ,টাঙ্গাইল: যাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মানতে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা কাজ করে যাচ্ছেন। টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক ইনচার্জ মো. মোশারফ হোসেনের নেতৃত্বে সদস্যরা তৎপর রয়েছে। গণপরিবহন চালুর প্রথম দিন সোমবার ভোর থেকে রাত পর্যন্ত তাদের মাঠে কাজ করতে দেখা গেছে।
এসময় প্রতিটি বাসেই সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে বাসে উঠে পরিদর্শন করেছেন পুলিশ সদস্যরা। যাত্রীর পাশে সিট ফাঁকা আছে কিনা সে বিষয়টিও লক্ষ্য করেছেন তারা।
এ বিষয়ে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন বলেন, টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেনের নির্দেশনায় কাজ করে যাচ্ছি। মানুষের মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনামূলক প্রচারনাও করে যাচ্ছি। যাত্রী বা পথচারীরা মাস্ক ব্যবহার করছে কিনা সে বিষয়েও আমাদের নজর রয়েছে।
এছাড়াও টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির উদ্যোগে গরীব, অসহায় ও দুস্থ্যদের মাঝে খাদ্যসামগ্রী, মাস্ক, সাবান ও জীবানু প্রতিরোধক বিতরণ করা হচ্ছে।
পিবিএ/বিভাস কৃষ্ণচৌধুরী/এএম