ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহির মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। নিহত হাফিজুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার নেহালপুর গ্রামের বিশ্বাসপাড়ার হাবিবুর রহমানের ছেলে ও ভূসিমাল ব্যবসায়ী।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সড়ক দূর্ঘটনা

জানা যায়, বধুবার (১৫ মে) দুপুরের দিকে হাফিজুর রহমান ও তার ছেলে আবু তালহা মিলে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে হিজলগাড়ি বাজারে আসে সকালে। ব্যবসায়িক কাজ সেরে নেহালপুর গ্রামে যাওয়ার সময় হিজলগাড়ি বাজারের পাঁকা রাস্তায় উঠলে পিছন দিক থেকে আসা দ্রুতগামি একটি ট্রাক ধাক্কা দেয়।

এতে হাফিজুর রহমান ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ জানান, ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও হেলপারের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পিবিএ/টিটি/আরআই

আরও পড়ুন...