ট্রাক্টরের চাপায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের ইসলামপুরে মাহিন্দ্র ট্রাক্টরের চাপায় শেখ কামাল (৩২) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিহত হয়েছেন।

নিহত যুবক উপজেলার চিনাডুলি ইউনিয়নের পশ্চিম বলিয়াদহ গ্রামের শেখ সুরুজের ছেলে।

শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শেখ কামাল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। শনিবার দুপুরে তিনি কাঁচারিপাড়া বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তিনি পথে সদর ইউনিয়নের পশ্চিম শংকরপুর এলাকায় পৌঁছালে পেছনে দিক থেকে আসা দ্রুতগামী একটি মাহিন্দ্র ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন...