
সাইফ হাসান খান সৈকত,আদমদীঘি (বগুড়া): বগুড়ার সান্তাহারের অদূরে আত্রাইয়ে চিলাহাটি হতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রুপালী বেগম (৩৮) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। বুধবার বেলা ১১টায় আত্রাই স্টেশন লোহার ব্রীজ সংলগ্ন বিহারীপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রুপালী বেগম আত্রাই উপজেলার ধুলাউরি গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী।
জানা যায়, রুপালী বেগমের স্বামী খাইরুল ইসলাম বিদেশে থাকেন। মাঝে মধ্যেই তার সাথে পারিবারিক কলহ হতো। পারিবারিক কলহের কারণে এদিন বেলা ১১টায় রুপালী বেগম অভিমানে চিলাহাটি হতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেয়। ট্রেন তার দেহ নিয়ে প্রায় এক কিলোমিটার চলে যায়। এর ফলে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
সান্তাহার রেলওয়ের থানার অফিসার ইনচার্জ মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।