পিবিএ,ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে জ্বর ও গলাব্যাথা নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন তিনি। পরে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু বরণ করেন সেই যুবক।
করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরণকারি যুবকের নাম মো: আ: জলিল (২৩)। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহারা গ্রামের মইজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (২৮ মে) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: রাকিবুল আলম।
তিনি বলেন, জ্বর ও গলা ব্যাথা নিয়ে গতকাল রাতে আ: জলিল নামে এক যুবক হাসপাতালে ভর্তি হয়। তার মধ্যে করোনার উপসর্গ থাকায় তাকে আলাদাভাবে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করা হয়। পরে আজ দুপুর সাড়ে বারোটার মারা যান তিনি। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিধি মেনে দাফনের বন্দোবস্ত করা হয়।
নমুনা পরীক্ষার জন্য দিনাজপুরে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।
পিবিএ/বিধান চন্দ্র দাস/এমআর