পিবিএ,ঢাকা: ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।
বৃস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের পল্লীবিদ্যুৎ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তৈয়ব আলী সদর উপজেলার আখানগর ইউনিয়নের বলিতাপাড়ার গেদেলার ছেলে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মফিদা রহমান জানান, মোটরসাইকেলে বালিয়াডাঙ্গী থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে পল্লীবিদ্যুৎ নামক এলাকায় একটি বালুর ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তৈয়ব। এসময় আহত হয়েছেন আরেক আরোহী।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস কর্মীরা নিহত ও আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
পিবিএ,এফএস