ডেঙ্গু জ্বারে টাঙ্গাইলে যুবকের মৃত্যু

পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফ হোসেন কাজল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের মো আলম মিয়ার ছেলে।
বুধবার রাত সাড়ে দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তার মৃত্যু হয়। এ বিষয়ে কুমুদিনী হাসপাতপালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান: গত রোববার প্রচণ্ড জ্বর অনুভব করলে আরিফকে হাসপাতালে নিয়ে আসা হয়। রক্ত পরীক্ষায় ডেঙ্গু রোগ শনাক্ত হলে তাকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে বুধবার সন্ধ্যার পর তার অবস্থা খারাপ হতে থাকে। এই অবস্থায় তার রক্তের প্রয়োজন হলে পরিবারের লোকদের রক্তের ব্যবস্থা করতে বলা হয়। কিন্তু রক্তের ব্যবস্থা করার পূর্বেই আরিফের মৃত্যু হয়।
কুমুদিনী হাসপাতপালে এ পর্যন্ত শতাধিক ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে ১৩ জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে বলে জানান তিনি।

পিবিএ/বাখ

আরও পড়ুন...