পিবিএ: রাজধানী ঢাকা-সহ গোটা দেশজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু ৷ প্রতি মিনিটে একজন করে ডেঙ্গুতে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরিস্থিতি এতটাই সংকটজনক যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী রবিবার কলকাতা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল যাচ্ছেন ঢাকায় ৷ এমনই খবর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রের ৷
সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র ও বিশিষ্ট চিকিৎসকদের নিয়ে বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘ডেঙ্গু নিরাময়ে কলকাতার চিকিৎসকদের অভিজ্ঞতা কাজে লাগাতে সেখানকার ডেপুটি মেয়র কার্যালয়ের এক কর্মকর্তা শিগগিরই বাংলাদেশে আসবেন।’ মেয়র হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে বলেন, ‘ডেঙ্গু নিয়ে কোনও ব্যবসা করার চেষ্টা যেন না হয় ৷ স্বাস্থ্য অধিদপ্তর থেকে চিকিৎসার ফি বাবদ যে তালিকা দেওয়া হয়েছে, সেই অনুযায়ী ফি নেবেন।’
এদিকে লন্ডন থেকে এক বার্তায় ডেঙ্গু বিস্তার রোধে সবাইকে নিজ নিজ বাড়িঘর পরিচ্ছন্ন রাখার আহব্বান জানিয়েছেন আওয়ামিলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার বার্তা, ডেঙ্গু মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৃহস্পতিবার বিকালে রাজধানী ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে কৃষকলীগ আয়োজিত রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে লন্ডন থেকে মোবাইল ফোনে তিনি এই আহব্বান জানান। রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের। কাদের অনুষ্ঠানস্থল থেকে চিকিৎসার জন্য লন্ডনে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন ৷ সেই ফোনেই প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন, যা মাইকে শোনানো হয় জনগণের উদ্দেশে। শেখ হাসিনা বলেন, ‘মানুষের ভাগ্য উন্নয়নে জাতির পিতা রক্ত দিয়েছেন। তার রক্ত ঋণ আমাদের শোধ করতে হবে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়ে। জাতির পিতার মহান ত্যাগ বৃথা যেতে পারে না।’
একসময় বিভিন্ন স্মৃতিচারণ ও পিতার স্বপ্নপূরণের অঙ্গীকারের কথা বলতে আবেগাপ্লুত হয়ে পড়েন শেখ হাসিনা। ডেঙ্গু প্রতিরোধে নেতা-কর্মীদের এগিয়ে আসার আহব্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ইদানীং আমাদের দেশে কিছু সমস্যা দেখা দিয়েছে। দলের প্রত্যেক নেতা, কর্মীকে নিজ নিজ এলাকা পরিষ্কার এবং নিজেক ও পরিবারকে নিরাপদে রাখতে কাজ করবেন।’ প্রধানমন্ত্রীর বক্তব্যের পর কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ‘কৃষকের কণ্ঠ’ শীর্ষক একটি গ্রন্থ উদ্বোধন করা হয়। এরপর রক্তদান কর্মসূচি শুরু হয়।
পিবিএ/এমআই