ইনসান সাগরেদ,পঞ্চগড় প্রতিনিধি: ঢাকা কলেজস্থ পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ পরিষদ কমিটির সভাপতি রাশেদ সাধারণ সম্পাদক নাহিদ।ঢাকা কলেজস্থ পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ পরিষদের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির ঘোষণা করা হয়েছে।
গত ১৪ সেপ্টেম্বর উপস্থিত সবার সর্ব সম্মতিক্রমে ২২ সম্পাদক মন্ডলীর একটি আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি পদে পঞ্চগড় দেবিগঞ্জ উপজেলা (ভাউলা গঞ্জের)মো: রাশেদ ইসলাম ও সাধারণ সম্পাদক পদে পঞ্চগড় সদর উপজেলার নাহিদ আল হাসান ।
এসময় ঢাকা কলেজস্থ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা মো: পাভেল ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ আলী, উপদেষ্টা কামরুজ্জামান রেজা এই ৩ উপদেষ্টা এই কমিটির অনুমোদন করেন।
এসময় নব নির্বাচিত সভাপতি রাশেদ ও সাধারণ সম্পাদক নাহিদ উপস্থিত সবার কাছে এই কমিটি পরিচালনার জন্য সহযোগিতা চান। পাশাপাশি তারা এও ঘোষণা করেন ঢাকা কলেজস্থ পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ পরিষদের কোন ব্যক্তি যেকোন ধরনের বিপদে পড়লে আমরা যারা কমিটিতে আছি আমরা সবাই তার পাশে থাকবো।এবং যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যেন সততার সাথে পালন করতে পারি আপনারা সবাই দোয়া করবেন।