পিবিএ ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রম ছবি পোস্ট করার প্রবনতা দিন দিন বেড়ে চলেছে। এক্সক্লুসিভ ছবি তুলতে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছেন না অনেকেই। এমনই এক ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার বালির লেম্বোনগান দ্বীপে। সূত্রের খবর, বালির লেম্বোনগান দ্বীপে হাতে ক্যামেরা নিয়ে বিকিনিতে হাজির হয়েছিলেন দুই নারী। সমুদ্রের সামনে পাথরের উপর গিয়ে দাঁড়ান দু’জন। প্রতি মুহূর্তেই সেখানে আছড়ে পড়ছিল ঢেউ। বিকিনি পরিহিতা এক যুবতী সেই পিছল পাথরের উপর দাঁড়িয়েই ক্যামেরার দিকে পোজ দিতে থাকেন। আর অন্যজন তার ছবি তুলতে থাকেন। বান্ধবীর সঙ্গে তার পিছনের ঢেউটিও ক্যামেরাবন্দি করার চেষ্টা করেন। আর তাতেই ঘটে যায় বিপত্তি। ঢেউ টেনে নিয়ে চলে যায় তাদের দু’জনকে।
কিছুদিন আগে পর্তুগালের এক দম্পতি শ্রীলংকা ঘুরতে গিয়ে ট্রেনে ভ্রমণ করার সময় একটি ছবি তুলতে ট্রেনের বাইরে ঝুলে পড়েছেন। ট্রেন তখন এগিয়ে চলেছে একটি ব্রিজের উপর দিয়ে। যার নীচে গভীর খাদ। আর এক পাশে পাহাড়। ছবি হিসেবে তা অনবদ্য হলেও এমন ঝুঁকিপূর্ণ ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমালোচনা করেছিলেন। এবার বালিতে ঢেউয়ের সামনে পোজ দিয়ে হারিয়ে গেলেন দুই বান্ধবী।
পিবিএ/জিজি