তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

পিবিএ,তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোঃ মহাসিন গাজী (৪৮) নামে ১ জন নিহত হয়েছেন। তিনি খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর ছেলে।

আহতরা হলেন, একই উপজেলার জোড়সিং গ্রামের তোরাব আলীর ছেলে সাইদুর রহমান (৩৮) ও লোকমান গাজীর ছেলে জুলফিকার আলী (৪২)।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইকগাছা-খুলনা সড়কে উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে।

তালা থানার এস আই মোঃ আব্দুল্লাহিল আরিফ জানান, নিহত ও আহত ব্যক্তিরা খুলনা থেকে কয়রায় যাওয়ার পথে জাতপুর এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক মহাসিন গাজী ঘটনাস্থলে মারা যান। এসময় মোটরসাইকেল আরোহী সাইদুর ও জুলফিকার গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় তালা ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থার অবন্নতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হবে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন...