তালায় পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে জখম, আহত-৩

পিবিএ,তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সীমান্তবর্তী চন্ডিপুরে পূর্ব শত্রুতার জেরে তিন জনকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। এঘটনায় গুরুতর জখম অবস্থায় আহতরা তালা হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন, আবুল হাসান গাজী,মুকতার গাজির স্ত্রী হাসিনা বেগম ও তার পুত্র সবুজ গাজী।

শনিবার (২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে ব্যাবসায়ী আবুল হাসানের বাড়িতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরেে প্রস্তুুতি চলছে বলে জানাগেছে।

আবুল হাসান জানান, আমার বাড়িতে জোরপূর্বক প্রবেশ করিয়া একই এলাকার মৃত গোলদার আলি খান’র পুত্র এনায়েত আলি খান (৪০),তার পুত্র আরাফাত খান (২২) ও কন্যা রিয়া খাতুন (১৮) দেশিও অস্ত্র দ্বারা সজ্জিত হইয়া পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্য মাথায় দা দিয়ে কোপ দেয়। আমার পরিবারের লোকজনকে বেধড়ক মারধর করে।

এসময় মুকতার গাজির স্ত্রী হাসিনা বেগম ও তার পুত্র সবুজ গাজী এগিয়ে আসলে তাদেরকেও বেধড়ক মারধরসহ মাথায় আঘাত করে। যার ফলে আমার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে এবং সবুজ গাজী ও হাসিনা বেগমের মাথায় দু’টি সেলাই দিতে হয়েছে।

এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তারা।

আরও পড়ুন...