পিবিএ,সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে একটি মেছো বাঘের শাবক আটক করেছে জেলেরা। মেছো বাঘের শাবকটি প্রায় ৫-৬কেজি ওজন। বয়স প্রায় ১বছর। শুক্রবার দুপুর ১টায় টাংগুয়ার হাওরের বাঘমারা কান্দ থেকে আটক করে পাঠাবুকা গ্রামের জেলেরা।

দক্ষিন শ্রীপুর ইউনিয়নের ৩নং ওর্য়াড সদস্য সামিউল আহমদ দুপুর ৩টায় জানান,সকালে পাঠাবুকা গ্রামের মজু মিয়া (৪৫)তার ছেলে আলিফনুর(১৫),আব্দুল মন্নান ও তার ছেলে আরাফাত(১২)চার জন জেলে মাছ ধরতে টাংগুয়ার হাওরে যায়। পরে দুপুরে মাছ ধরার সময় বাঘমারা কান্দায় গেলে গাছ থেকে তাদের দেখে লাফ দিয়ে পানিতে পড়ে যায় মেছো বাঘের শাবকটি।
পরে জেলেরা জাল দিয়ে আটক করে পাঠাবুকা গ্রামে তাদের বাড়িতে নিয়ে আসে। এখনও তাদের কাছে আছে মেছো বাঘের শাবকটি। দক্ষিন শ্রীপুর ইউনিয়নের ধলইর গাও বিট অফিসার বিরেন্দ্র কিশোর রায় জানান,একটি মেছো বাঘের বাচ্চা জেলেরা আটক করেছে। খবর পেয়ে আমার লোক পাঠিয়ে দিয়েছি বাঘের বাচ্ছাটিকে আনার জন্য।
পরে উর্ধবতন কতৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সীমান্ত এলাকা কাছাকাছি হওয়ায় মেছো বাঘের শাবকটি হয়ত সম্প্রতি ঘূনীঝড় আর পাহাড়ী ঢলের সাথে ভারতের মেঘালয় পাহাড় থেকে ভেসেঁ এসে হাওরের গাছে আশ্রয় নিয়েছে।
পিবিএ/জেএবি/আরআই