তাড়াইলে আরও ৩৩ জন করোনায় আক্রান্ত

পিবিএ,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইলে ৩৩ জনের দেহে কোভিড-১৯ (নভেল করোনা ভাইরাস) সংক্রমিত হয়েছে।

জানা গেছে,গতকাল (২৩’মে) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা.মুজিবুর রহমান নিয়মিত ব্রিফিং করার সময় তাড়াইলে মোট ৩৩ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে এবং ২৮ জন সুস্থ্য হয়ে স্বভাবিক জীবনে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন।

উপজেলা ৫০ শয্যাবিশিস্ট স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন জানান,গত ১৯’মে ঢাকার এমপিএমএল ল্যাব,আইপিএইচ মহাখালীতে পাঠানো নমুনার রেজাল্ট গতকাল শনিবার হাতে পেয়েছি। উপজেলায় মোট ৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।এর মধ্যে গতকাল ২৩’মে পর্যন্ত ২৮ জন সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।বর্তমানে অত্র উপজেলায় ৫ জন সংক্রমিত আছেন। তাঁরা নিজ নিজ বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে বর্তমানে কোনও করোনা রোগী নেই।

তিনি আরও জানান,উপজেলা থেকে গতকাল ২৩’মে পর্যন্ত সর্বমোট ৪৫৩ জনের নমুনা পাঠানো হয়েছে।এর মধ্যে ৩৪৩ জনের রেজাল্ট এসেছে এবং গতকাল ২৩’মে পাঠানো ১১০ জনের রেজাল্ট পেন্ডিং আছে।ঈদ উপলক্ষে আজ ২৪ এবং আগামীকাল ২৫ তারিখ নমুমা সংংগ্রহ বন্ধ থাকবে।

পিবিএ/জোবায়ের হোসেন খান/এমআর

আরও পড়ুন...