তিলেকপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিমের গণসংযোগ ও মতবিনিময় সভা

শামীনূর রহমান,নওগাঁ: নওগাঁ সদর উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিলেকপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিমের গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় ইকরতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা দেওয়ান লিয়াকত আলির সভাপতিত্বে ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ এ গণসংযোগ ও মতবিনিময় সভা আয়োজনে করে।

মতবিনিময় কালে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিমের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজামুদ্দিন জলিল জন এমপির নির্দেশনায় সকল প্রকার দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছি।

তিনি আরোও বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে দল আমাকে নৌকা প্রতীক দিয়ে ছিলো। সেই ভোটে আপনাদের সমর্থনে রাজশাহী বিভাগের সেরা চেয়ারম্যান অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমি বিশ্বাস করি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে নৌকা প্রতীক আবারও বিপুল ভোটে জয়ী হবে। আমার সাথে কারও কোন রাজনৈতিক বিরোধ বা প্রতিহিংসা নেই, আমি কারও প্রতিপক্ষও নই, মানুষের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে আবারও ভোট দিবে, আমি আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমি জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, এ সুযোগটি কাজে লাগাতে চাই, আমি কথা দিচ্ছি, যে কোন মুহুর্তে তিলেকপুর ইউনিয়ন মানুষের পাশে থাকবো।

এ সময় তিলেকপুর ইউনিয়নের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আলিম এর সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, আক্কেলপুর থানা ও তিলেকপুর ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ইউনিয়ন আ’লীগের উপদেষ্টা সদস্য আব্দুল জব্বার, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হ্যাপি,আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক এসএম আজিজুল হক,৪নং ওর্য়াড ইউপি সদস্য ও আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস্ ছাত্তার প্রমুখ।

আরও পড়ুন...