তিস্তার পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপরে

পিবিএ,লালমনিরহাট: আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট।।টানা বর্ষণ আর অব্যাহত উজানের ঢলে তিস্তার পানি দোয়ানি পয়েন্টে বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার সন্ধ্যা ৬ টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী হাফিজুর রহমান।

জানা গেছে, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দি রয়েছে জেলার হাতীবান্ধা উপজেলার, সানিয়াজান, ফকিরপাড়া, সিন্দুরনা, ডাউয়াবাড়ি, গড্ডীমারী, পাটিকাপাড়া, চর গড্ডীমারী। কালীগঞ্জ উপজেলার কালিকাপুর, চর বৈরাতী। আদিতমারী উপজেলার মহিষখোঁচা, গোর্বধন, কুটির পার। সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, মোগলহাট, কুলাঘাট।তিস্তা ও ধরলার নদী তীরবর্তী ১৬টি ইউনিয়নের ৩৬টি গ্রাম এলাকায় তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট ও স্কুল-কলেজ। দুর্ভোগ বেড়েছে পানিবন্দি মানুষের। এদিকে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। ছড়িয়ে পড়েঠে নানা পানিবাহিত রোগ।

এদিকে ধরলার পানি কুলাঘাট পয়েন্টে বিপদসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা ব্যারাজের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, বুধবার দুপুরে তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে একটু কম থাকলেও সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ উজানের ঢলে পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা প্রশাসক আবু জাফর জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ৪১০ মেট্রিক টন চাল, ৩ হাজার ৩০০ প্যাকেট শুকনো খাবার ও নগদ ৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

পিবিএ/আসাদুল ইসলাম সবুজ/বিএইচ

আরও পড়ুন...