পিবিএ,লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর চর থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ আগষ্ট) দুপুরে উপজেলা গড্ডিমারী ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের সীমান্তে সুতিঘাট চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানাগেছে, গড্ডিমারী ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন জানান, তিনি আজ সকালে ওই এলাকার জেলেদের মাধ্যমে জানতে পারে চরে একটি লাশ পরে আছে। পরে তিনি স্থানীয় লোকজনকে সাথে নিয়ে লাশের কাছে গিয়ে লাশটি সনাক্তের চেষ্টা করেন। কিন্তু কেউ লাশটি চিনতে পারেনি। তবে স্থানীয়রা বলছে গত বুধবার সকালে তারা লাশটি ওই চরে পরে থাকতে দেখে। পরে হাতীবান্ধা থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।
হাতীবান্ধা থানার ওসি শাহা আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহিনুর ইসলাম প্রান্ত/আসাদ হোসেন রিফাত