তুরাগে হদিস নেই ট্যাক্সিক্যাবের: চালকের পরিচয় মিলেছে

পিবিএ,ঢাকা: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকায় সালেহপুর ব্রিজে একটি যাত্রীবাহি ট্যাক্সিক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে তলিয়ে যায়। তবে প্রাথমিকভাবে ট্যাক্সিক্যাব চালকের পরিচয় ও গাড়ির মালিকানা নিশ্চিত করেছে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের উপপরিচালক ফজলুল হক । তবে দুর্ঘটনার ১৩ ঘন্টা পেরিয়ে গেলেও হদিস মিলেনি চালক,যাত্রী বা ট্যাক্সিক্যাবের ।

সোমবার (২২ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনোয়ারুল ইসলাম উদ্ধার কর্যক্রম চলমানের বিষয়টি নিশ্চিত করেন । এসময় তিনি আরো বলেন, প্রবল স্রোতে কারণে উদ্ধার কার্যে বাধা সৃষ্টি হচ্ছে । তবে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ৭ সদস্য উদ্ধার কার্যে অংশ নিয়েছে। কিন্তু নদীতে ¯্রােতের কারণে ডুবুরিবা বার বার বাধার মুখে ফিরে আসছেন বলে জানান তিনি ।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন জয় জানান,গত রাতে আটটার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে রিকশা যোগে আমিনবাজার যাচ্ছিলাম। হঠাৎ দেখি দ্রুত গতিতে সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি হলুদ রঙের ট্যাক্সিক্যাব অপর একটি বাসের সামনে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদীতে পড়ে। পরে হেল্পলাইন ৯৯৯ ফোন করে বিষয়টি জানালো পুলিশ সদস্যরা আসেন বলে জানান তিনি ।

তবে গাড়ির মালিক ও চালকের পরিচয় নিশ্চিতকারী ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের উপপরিচালক ফজলুল হক জানান, গাড়িটি এক্সিও ২০১২ মডেলের এবং চালকের নাম জিয়াউর রহমান । সে সাভার থেকে ঢাকার দিকে আসছিলেন ।গাড়িতে জিপিএস থাকার কারণে ট্যাক্সিক্যাবের সবশেষ অবস্থান সাভারে দেখতে পেয়েছি এবং চালকের মোবাইল নাম্বার বন্ধ পেয়েছি বলে জানান তিনি। তবে ট্যাক্সিক্যাবে কোনো আরোহী ছিলেন কি না এ বিষয়ে নিশ্চিত করতে পারে নি ।

পিবিএ/লোটন আচার্য্য/বাখ

আরও পড়ুন...