দরিদ্র কৃষকের ধান কেটে দিলো কোটালীপাড়া ছাত্রলীগ

পিবিএ,কোটালীপাড়া: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে কান্দি ইউনিয়নে দরিদ্র কৃষক রুহিদাস হাজরা জমির পরিমান দুই বিঘা ধান কাটে বাড়ি তুলে দেন। উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক, রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি রাসেল শেখ,সাজ্জাদ সুমন,ছাত্র নেতা শেখ রোহান,ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি মনিন্দ্রনাথ রায়,সাধারন সম্পাদক তুষার মধু,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাগর শিকদার,সাধারন সম্পাদক বিপ্লব রায়, নাজমুল হুূূদা সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষক রুহিদাস হাজরা বলেন কৃষক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। পরে উপজেলা ছাত্রলীগের সাথে যোগাযোগ করলে তারা বিনা পারিশ্রমে আমার ধান কেটে দিছে।

কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন দরিদ্র কৃষকদের জমির ধান বিনা পারিশ্রমিকে আমরা কেটে দিচ্ছি এটা অব্যাহত থাকবে।
পিবিএ/সুমন বালা/এএম

আরও পড়ুন...