দরিদ্র মানুষের বাড়িতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে প্রশাসন

পিবিএ,মাগুরা: মাগুরায় লগ ডাউনে অতি দরিদ্র মানুষের কষ্ট লাঘবে বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। শুক্রবার জেলা প্রশাসনের সহায়তায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার ১ হাজার পরিবারের জন্য নিত্যপ্রাজনীয় খাদ্যসামগ্রী দিয়ে একটি ফ্যামিলি প্যাক তৈরি করা হয়েছে।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা মতে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে যারা দিন আনে দিন খায় এমন খেটে খাওয়া মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ১ হাজার মানুষের জন্য ফ্যামিলি প্যাকে থাকছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ৩ কেজি আলু, আধা কেজি লবন ও ১টি সাবান।

এসব উপজেলার বিভিন্ন ইউনিয়নের অতি দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। এ কাজে জেলা প্রশাসনের পাশাপাশি সহায়তা করছে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্কাউটসহ মাগুরার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এছাড়া উপজেলা প্রশাসনের তত্বাবধানে সামাজিক দূরত্ব মেনে শহরে টিসিবি পণ্যসামগ্রী বিক্রি শুরু হয়েছে।

পিবিএ/মোখলেছুর রহমান/বিএইচ

আরও পড়ুন...