দরিদ্র সংস্থার সদস্যদের টি-শার্ট উপহার দিলেন জাফর ইকবাল

পিবিএ,গুরুদাসপুর (নাটোর): “বিবেক কে জাগ্রত করুন,সহযোগিতার হাত বাড়িয়ে দিন” এই স্লোগানে নাটোরের গুরুদাসপুরে একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থা “দরিদ্র সমাজ কল্যাণ সংস্থা” নামে একটি সংগঠন যাত্রা শুরু করেছে। তাদের কার্যক্রমে খুশি হয়ে উপজেলার ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ইংলিশ ক্লাবের পরিচালক মো.জাফর ইকবাল তার ব্যক্তি গত তহবিল থেকে সংস্থার সদস্যদের একটি করে টি-শার্ট উপহার দেন।

দরিদ্র সংস্থার সদস্যদের টি-সার্ট উপহার দিলেন জাফর ইকবাল

শুক্রবার সন্ধায় দরিদ্র সংস্থার উদ্যোগে একটি ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয় সংস্থার কার্যালয়ে। দরিদ্র সংস্থার সভাপতি নাজমুল হাসান নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন দরিদ্র সংস্থার প্রতিষ্ঠাতা প্রভাষক মো.মাজেম আলী।

বিশেষ অতিথি হিসেবে গুরুদাসপুর বঙ্গবন্ধু টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো.আবু সাঈদ, দৈনিক ইত্তেফাকের গুরুদাসপুর প্রতিনিধি রাশেদুল ইসলাম, ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ইংলিশ ক্লাবের পরিচালক মো.জাফর ইকবাল,দরিদ্র সংস্থার সহ-সভাপতি মেহেদী হাসান তানিমসহ প্রমুখ।

পিবিএ/আরআই

আরও পড়ুন...