দামুড়হুদায় আলমসাধু থেকে ছিটকে পড়ে একজনের মৃত্যু

সনজিত কর্মকার,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় আলমসাধু থেকে ছিটকে পড়ে আনারুল ইসলাম (৪৫) চালক নিহত হয়েছে।

রোববার (১৪ জুন) সকালে উপজেলার হোগলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনারুল ইসলাম হোগলডাঙ্গা গ্রামের হানেফ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, হোগলডাঙ্গা গ্রাম থেকে আনারুল ইসলাম সকাল ৯ টার দিকে নিজ গ্রাম থেকে মাছ নিয়ে চুয়াডাঙ্গা যাচ্ছিলেন। এসময় আলমসাধুর এক্সেল ভেঙ্গে গেলে সে সড়কের উপর ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়৷ স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঘটনার সততা নিশ্চিত করেছেন।

পিবিএ/এমআর

আরও পড়ুন...