পিবিএ, স্পেন : বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন-নবী খান সোহেল বলেছেন, ‘দেশনেত্রীর মুক্তি বাংলাদেশের প্রতিটা মানুষ এখন একবাক্যে চাচ্ছে। বিশ্বের বিভিন্ন জায়গায় মিথ্যা মামলায় কারাবন্দি নির্যাতিত নেতারা যেভাবে গণআন্দোলনের মাধ্যমে মুক্তি পেয়েছে বেগম জিয়ার মুক্তিও একই প্রক্রিয়া হবে। তাঁর মুক্তি আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষ আজকে সেটির জন্য প্রস্তুত আছে।’বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই দেশে গণতন্ত্র মুক্ত হবে।
গতকাল বুধবার (৭ আগস্ট) স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত ১০ টায় বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেন শাখা আয়োজিত খালেদা জিয়ার মুক্তির ও তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেন শাখার আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জাকিরুল ইসলাম জাকির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্পেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক উপদেষ্টা জিয়াউর রহমান খান জিয়া, বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ স্পেনের যুগ্ম আহবায়ক ফখরুল হাসান। বক্তব্য দেন বিএনপি নেতা সায়েম মজুমদার, আবু সায়েম, আব্দুল মোতালেব বাবুল, আবু বক্কর সিদ্দিক, অলি আহমদ, আক্তার হোসেন, রানা, ফজির আলী নাদিম, সুজন মল্লিক, রফিকুল ইসলাম রঞ্জু, শফিকুল ইসলাম রিপন প্রমুখ।
হাবিবুন্নবী খান সোহেল বলেন, ‘মিথ্যা মামলায় কারাগারে আটক দেশনেত্রী বেগম জিয়া গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশনেত্রীর ডাকে সাড়া দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনুন, দেশের স্বাধীনতা রক্ষা করুন।’
তিনি আরও বলেন, ‘দেশে ডেঙ্গু আজ মহামারি আকার ধারণ করেছে। কিন্তু সরকারের কিছুই যায় আসে না। যার কারণে স্বাস্থ্যমন্ত্রী তার পরিবারের সাথে মালয়েশিয়ায় প্রমোদ ভ্রমণে যান। কারণ মানুষের ভোটে নির্বাচিত না হওয়ায় এই সরকার জবাবদিহিতার সরকার না। তাই দেশে মৃত্যুর মিছিল হলেও তাদের কিছু মনে হয় না।’
বিএনপির এই নেতা বলেন, ‘বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এখনও বেঁচে আছেন। জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার জন্য শত চেষ্টা করছে সরকার। কিন্তু এই শক্তি আজ ঘরে ঘরে জন্ম নিয়েছে। কিন্তু তারা প্রকাশ্যে কথা বলতে পারছে না। এই শক্তিকে আর দাবিয়ে রাখা যাবে না। সময় আসছে আন্দোলন হবে।’
তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের হাজার হাজার তরুণ এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য যেদিন ঝাঁপিয়ে পড়বে সেদিন এই ফ্যাসিস্ট সরকার এমনিতেই ক্ষমতা ছেড়ে পালাবে।’
পিবিএ/কবির আল মাহমুদ/বাখ