
দেশি কালো ভ্রমর দেখতে খুবই সুন্দর, যার ডানাগুলো ঘণ ময়ূরী নীল। আমরা প্রায়শ যার উপমা দিয়ে থাকি ভ্রমর কালো চোখের সাথে। এসব ভ্রমর-পুরুষ এলাকার রক্ষণাবেক্ষণ করে, আস্তানার আশেপাশে কোনো প্রাণিকে দেখলেই তাকে প্রহরায় রাখতে চায়। মুখের ওপর, দেহের চারদিকে সশব্দে উড়তে থাকে, এমন কি গায়েও বসতে পারে, কিন্তু হুল ফোটায় না। ছেলে ভ্রমরের অবশ্য হুল থাকে না, হুল থাকে মেয়ে-ভ্রমরের। কিন্তু ভ্রমরীও বাসাবাড়ি আর মধু-পরাগ আহরণ নিয়ে এতো ব্যস্ত থাকে যে অন্য কোথাও দৃষ্টিপাত করার সময় তাদের থাকে না। ছবিটি লক্ষ্মীপুর জেলার কালীরচর থেকে তোলা। সোমবার, ২০ সেপ্টেম্বর। ছবি : পিবিএ
