দেশের জলাভূমি সুরক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে

এস এম হাবিবুল হাসান,সাতক্ষীরা: জলাভূমি মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মানুষ,পাণিকূল,মাছ,উদ্ভিদ ও প্রকৃতির সুরক্ষায় জলাভূমির ভূমিকা অপরিসীম।‌মানুষের খাদ্য শৃঙ্খল সুরক্ষায় জলাভূমির যে ভূমিকা রাখে তা কল্পনা করা অসম্ভব।পরিবেশ দূষণ রোধে জলাভূমি রক্ষা করতে হবে মানুষের প্রয়োজনে।

মঙ্গলবার(৬ ফেব্রুয়ারি)দুপুরে সাতক্ষীরা শহরের ম্যানগোভ সভাঘরে বিশ্ব জলাভূমি দিবস ২০২৪ উপলক্ষ্যে স্বদেশ ও এএলআরডি’র যৌথ উদ্যোগে আয়োজিত নাগরিক সভায় বক্তারা এসব কথা বলেন।

জলাভূমি এবং জনমানুষের কল্যাণ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে নাগরিক সভায় বক্তারা আরও বলেন, সাতক্ষীরার প্রাণসায়র খাল,মরিচ্চাপ নদী, বেতনা নদী খনন ও পৌরসভার পুকুরগুলো, জেলার সরকারি বড় বড় পুকুর সংরক্ষণ করার জোর দাবি জানান।

নাগরিক সভায় বক্তারা আরও বলেন, জলাভূমি মানবজীবনের জন্য অত্যাবশ্যক, জলাভূমি প্রাকৃতিক পানির আধার, জলাভূমি বনের চেয়ে বেশি কার্বন সঞ্চয় করে, জলাভূমি জীবিকা ও খাদের উৎস, জলাভূমি বন্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সাতক্ষীরা জেলায় লোনা পানির চিংড়ি চাষ জলাভূমি ধ্বংস করছে। দখল ও দূষণে দেশের বিভিন্ন স্থানে জলাভূমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব কারনে জলাভূমি সুরক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। বন্ধ করতে হবে।

নাগরিক সভায় শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির আহ্বায়ক এ্যাড.আজাদ হোসেন বেলাল,সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ শহিদুর রহমান,বন বিভাগের কর্মকর্তা আওছাফুর রহমান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক ও উন্নয়নকর্মী ফারুক রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা।

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন বাসদ নেতা নিত্যানন্দ সরকার,পরিবেশ অধিকারকর্মী মফিজুর রহমান, নারী অধিকারকর্মী জ্যোস্না দত্ত, সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি, উন্নয়নকর্মী আবু জাফর সিদ্দিকী,শ্যামল কুমার বিশ্বাস,উদীচীর জেলা কমিটির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান,ভূমিহীন নেতা আব্দুস সামাদ প্রমুখ।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, সিডো, অর্জন ফাউন্ডেশন, হেড, সামস, সুন্দরবন ফাউন্ডেশন সম্মিলিতভাবে বিশ্ব জলাভূমি দিবসটির আয়োজন করে।

আরও পড়ুন...