দ্বিতীয় বছরে পর্দাপণ করলেন ওসি সোহরাওয়ার্দী

ইউনুস আলী ফাইম,নওগাঁ: নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেনের সাফ্যেলের প্রথম বছর পারিদিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করলেন।২০১৯ মে মাসে ২৩ তারিখে তিনি প্রথম বার (ওসি) হিসাবে নওগাঁ সদর মডেল থানায় যোগদান করেন।

বিগত ১ বছরে সোহরাওয়ার্দী হোসেন ২ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন, রয়েছে নানান সাফ্যেলতা। যেমন শহরের নামাজগর এলাকা থেকে জামাত শিবিরের ৬ জন আটক, হাঁসাই গাড়ি বিলে ইজিবাইক চালক খুন, বকতারপুর ইউনিয়নের মাঠে যুবতির লাশ উদ্ধার, শিক্ষারর্থী রাসেল হত্য, শিকারপুর ইউনিয়নে মার হাতে মেয়ে খুন এই সমস্ত আলোচিত হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছেন।সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার সহ নওগাঁ সদরে রোডে টমটম, আটো রিক্সার চাঁদাবাজি বন্ধ করে দিয়েছেন। শিক্ত হয়েছেন উপজেলা বসির ভালোবাসাই।

সোহরাওয়ার্দী হেসেনের জন্ম নাটোর জেলার গুরুদাস পুর উপজেলার বিলহরি বড়ী গ্রামে মোঃ ইয়াকুব আলীর ছেলে তিনি। (১৯৯৪-৯৫ সেশনে) দর্শন বিভাগের ছাত্র হিসাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন।২০০১ সালে ট্রেনিং এর মধ্যদিয়ে সাবইন্সপেক্টর পদে তিনি প্রথম পুলিশে যোগদান করেন।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...