রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে আনিছুর রহমান (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি মাটিতে ছিল এবং নিজ ঘরের ধর্নার সঙ্গে ঝুলছিল ফাঁসির রশি।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়া পাড়া গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনিছুর রহমান টালিয়া পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আনিছুর রহমানের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। সকালে স্ত্রীর সঙ্গে তার ঝগড়াও হয়। দুপুরে নিজ ঘরের কাঠের ধর্নার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস নেন তিনি। পরে তার স্বজনরা ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পায়নি। এর আগেই রশি কেটে মরদেহটি নামিয়েছে স্বজনরা।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনিছুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহটি ঝুলন্ত অবস্থায় ছিলনা। পুলিশ পৌঁছার আগেই রশি কেটে মরদেহটি নামানো হয়েছে।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তদন্ত করে তা বের করা হবে। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার দেওয়াগঞ্জ সার্কেল সুমন কান্তি চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।