ধর্ষণের পর হত্যা পরিত্যাক্ত ব্রিকফিল্ড নরীর মরদেহ


পিবিএ, সেনবাগ(নোয়াখালী): নোয়াখালীর সেনবাগ উপজেলার সিমান্তবর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুর (আরএনবি) আনন্দ ব্রিকফিল্ড থেকে অজ্ঞাত (৩৫) মহিলার লাশ উদ্ধার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (২৬জুলাই) বিকাল ওই ব্রিকফিল্ডের লেবার থাকার একটি পরিত্যাক্ত টিন সেড ঘর থেকে দুগন্ধ বের হলে স্থানীয় লোকজন বেগমগঞ্জ থানায় জানায়। পরে খবর পেয়ে বিকাল ৫টার দিকে নোয়াখালীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাছের জনি, বেগমগঞ্জ থানার ওসি হারুন উর রশিদ চৌধুরী, পুলিশ ব্যুারো অফ ইনভেষ্টেকেশন নোয়াখালী (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তারা লাশের পাশ্ব থেকে একটি বোরকা, লাশের শরীর ডাকা একটি নতুন রেকসিন, একটি পানির বোতল ও টিনের চালা থেকে একটি ইনঞ্জিশনের সিরিজ সহ কয়েকটি আলামত জব্দ করে। লাশটি ফুলে মুখ মন্ডল ( চেহারা) বিভর্ষ হয়ে গেছে। মহিলার লাশ পড়ে রয়েছে এই খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে লাশটি এক নজর দেখার জন্য শতশত নারী-পুরুষ ওই স্থানে ভিড় জমায়।
বেগমগঞ্জ থানার ওসি হারুন উর রশিদ চৌধুরী জানায়, ধারণা করা হচ্ছে-৪/৫দিন আগে ওই মহিলাকে অজ্ঞত স্থানে ধর্ষণের পর হত্যা করে ওই স্থানে পেলে রেখে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় প্রাথমিক ভাবে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটন্য়া এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। লাশটি উদ্ধারের ১০ গজের মধ্যে সেনবাগের সিমানা।

পিবিএ/মোঃ জাহাঙ্গীর আলম/জেডআই

আরও পড়ুন...