ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

পিবিএ ডেস্ক: কুষ্টিয়ায় শহরের এক আবাসিক হোটেলে শিক্ষিকা ধর্ষণ মামলায় শরিফুল ইসলাম নামের এক প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১মে) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। বিচারক একইসঙ্গে ধর্ষককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড

আদালত সুত্র জানিয়েছে, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম একই বিদ্যালয়ের খ্রীস্টান ধর্ম শিক্ষককে নিয়ে ২০১৬ সালের ১৩ই মে নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে কুষ্টিয়া শহরে আসেন। শহরের বড় বাজারে আল আমিন হোটেলে মামা-ভাগিনা পরিচয় দিয়ে পাশাপাশি দুটি কক্ষ ভাড়া নেন।

সকাল সাড়ে ৭টার দিকে শরিফুল ইসলাম শিক্ষিকার কক্ষে প্রবেশ করে মুখ চেপে ধরে জোরপুর্বক ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিক্ষিকা বাদি হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চার্জশীট দাখিল করেন। শুনানী স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেয়া হয়।

পিবিএ/আরআই

আরও পড়ুন...