ধলেশ্বরীতে নিখোঁজ এক ছাত্রের লাশ উদ্ধার

পিবিএ,সাভার: সাভারের ধলেশ্বরীতে নিখোঁজ তিন ছাত্রের মধ্যে আকাশ ( ১৮) নামে এক ছাত্র লাশ উদ্ধার হয়েছে । রবিবার (২৮ জুলাই) সকাল ১১ টার দিকে সাভার পৌর এলাকার ব্যাংকটাউন মহল্লার পাগলার মোড়ে ধলেশ্বরী নদীর শাখা নদী থেকে তার লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ।
নিহত আকাশ সাভার পৌর এলাকার পশ্চিম ব্যাংক টাউন মহল্লার বাসিন্দা । তিনি রাজধানীর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা যায় ।
এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার লিটন আহমেদ জানান,সকাল ১১ টার দিকে আকাশ নামে ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে । ঘটনার প্রায় ১ কিলোমিটার দূরবর্তী স্থান থেকে ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয় । আরো দুই শিক্ষার্থীকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি । উল্লেখ, শনিবার সাভারে ঘুরতে এসে ধলেশ্বরী নদীতে গোলস করতে নেমে আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে । এসময় আহত অবস্থায় আরো এক শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিলো ।

পিবিএ/লোটন আচার্য্য/বাখ

আরও পড়ুন...