পিবিএ,সুনামগঞ্জ: দূর্নীতির বিরুদ্ধে একসাথে সুনামগঞ্জে সরকারিভাবে ধান ক্রয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরে স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সুনামগঞ্জের আয়োজনে ও টিআইবি সচেতন নাগরিক কমিটির সনাক ও ইয়েস ও ইয়েস ফ্রেন্ড গ্রুপ এর যৌথ সহযোগিতায় শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কৃষক শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।

সুজনের এরিয়া ম্যানাজার মাহবুবুর হোসেনের পরিচালনায় ও সনাকের সভাপতি দুর্যটি কুমার বসু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারী নেত্রী শিলা রায়, নির্মল ভট্রাচার্য্য, সঞ্চিতা চৌধুরী,আরতি তালুকদার কলি , এড. খলিলুর রহমান, নুরুর রব চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকদের স্বার্থে ধান ক্রয়ের পরিমাণ বাড়ানো, সরাসরি হাওর এলাকার কৃষকদের নিকট হতে ধান ক্রয় করতে হবে, এক্ষেত্রে কৃষকরা যেন গুদামে ধান নিয়ে এসে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে হবে। পাশপাশি ধান ক্রয়ে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানান।
পিবিএ/জেএইচআর/আরআই