ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার ৩ হাজার কৃষাণীর মাঝে বিনামূল্যে সবজি বীজ ও পেঁপে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিসের সামনে এ সব বীজ বিতরণ করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা ‘এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে’ এই আহবানে সাড়া দিয়ে বসতবাড়ীর আশেপাশে সবজি চাষের লক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজার ব্যক্তিগত উদ্যোগে লাউ, ঢেঁড়শ, ঝিঙা, লাল শাক, ডাটা ও পুঁই শাকের ৬ প্যাকেট বীজ এবং দুটি করে পেঁপের চারা বিতরণ করা হয়।
এসব সবজি চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, বিসিআইসি সার ডিলার মো.কামরুজ্জামান।
পিবিএ/বিএইচ