ধামরাইয়ে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় দুই ব্যবসায়ী নিহত

মোঃ সোহেল রানা, ঢাকা জেলা প্রতিনিধি: কার ধামরাইয়ে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ দুই ব্যবসায়ীর নিহত হয়েছে।

রবিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরের দিকে ঢাকা আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জানিফ আলী (৪৫) উত্তর জয়পুরা এলাকার কালু খাঁ এর ছেলে।তিনি গুরু ব্যবসায়ী ছিলেন। অপর জন মোঃ জিয়া (৪৩) দক্ষিন জয়পুরা এলাকার ফালু বেপারী এর ছেলে।তিনি জয়পুরা বাজারে গুরুর মাংসের ব্যবসায়ী ছিলেন।উভয়ই ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুরের দিকে ধামরাইগামী মোটর সাইকেল আরোহী ঢাকা-আরিচা মহসড়কের ধামরাইয়ের বাথুলি বাস স্ট্যান্ডে পৌঁছালে অজ্ঞাত কোন পরিবহনের ধাক্কায় সিটকে পরে মারা যান।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুখেন্দু বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রীয়াধিন রয়েছে।

আরও পড়ুন...