পিবিএ,ধামরাই : ঢাকার ধামরাইয়ে প্রবাসী এক যুবককে পরকীয়ার জের ধরে পিটিয়ে হত্যা করেছে । রবিবার রাত ১১ টার দিকে ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের কৃষ্ন নগর গ্রামে ফজলুল হকের ছেলে ওমান প্রবাসী আবুল কালাম আজাদ ( ৩৫ ) এর সাথে পাশের বাড়ী সাইফুল ইসলামের স্ত্রীর রোজিনা আক্তারের সাথে পরকীয়া সর্ম্পক চলছিল । পরকীয়া আক্রান্ত ওই নারীর স্বামী বিষয়টি টের পেয়ে কৌশলে আবুল কালামকে বাড়ীতে ডেকে এনে সাইফুল,শহিদসহ ৩/৪ জন অজ্ঞাত ব্যাক্তি মিলে পিটিয়ে হত্যা করেছে । এ রিপোর্ট লেখা পযর্ন্ত থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে ।
এদিকে উপজেলার আটিমাইটে গ্রামে শরীফ নামে ( ২২ ) বছরের এক যুবক বিষ খেয়ে আত্নহত্যা করেছে ও ফরিঙ্গা গ্রামে গলায় ফাঁস দিয়ে হাফেজা খাতুন ( ১৯ ) নামে এক কিশোরী আত্ন হত্যা করেন । একই দিনে ৩ টি লাশ উদ্বার করেছে ধামরাই থানা পুলিশ । ধামরাইয়ের আইন শৃঙ্গলা চরম অবনতি হয়ে পরেছে পুলিশের কারনে । একের পর এক অপ্রিতিকর ঘটনা ঘটেই চলছে । এব্যাপারে ধামরাই থানার অফিসার্স ইনর্চাজ ওসি দীপক চন্দ্র সাহার সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।
পিবিএ/আমির হামজা/ইকে