কারিমুল হাসান লিখন,ধুনট (বগুড়া): দেশব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
সোমবার (১ মে) দিবসটিকে সামনে রেখে একটি র্যালী উপজেলার সোনাহাটা বাজারের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফিরোজ আহম্মেদের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া পূর্ব অঞ্চলের সেক্রেটারি আতাউর রহমান।
নিমগাছী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধুনট উপজেলা শাখার নির্বাহী সদস্য মাওলানা লুৎফর রহমান, উপজেলা ফার্ণিচার শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন, কালেরপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা বাদশা মিয়া, ধুনট উপজেলা নির্মাণ শ্রমিকের সহ সভাপতি ফজলুল হক, সেক্রেটারি সাইদুর রহমান, চিকাশী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আয়নাল হক, নিমগাছী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি কামরুজ্জামান, এলাঙ্গী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মইনুল হক, গোসাইবাড়ী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রাসেল মিয়া প্রমুখ।
এছাড়াও ধুনট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে পৌরসভাসহ অন্যান্য ইউনিয়নে দিবসটি পালিত হয়েছে তথ্য নিশ্চিত করেছেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফিরোজ আহম্মেদ। দিবসটি উদযাপনে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কৃষিজীবি শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন অংশ গ্রহন করে।