পিবিএ,নওগাঁ: ওগাঁয় আরও ১৬জন করোনা আক্রান্ত ব্যক্তিকে সুস্থ ঘোষণা করলেন স্বাস্থ্য বিভাগ।
সোমবার (১ জুন) বিকেলে তাদের সুস্থ ঘোষণা করলে তারা বাড়ি ফিরে যান। তাঁরা হলেন, নওগাঁ সদর উপজেলার আতিকুর রহমান, সালাহউদ্দিন, শামীম হোসেন, সামিল উদ্দিন, পিয়ারুল, বাসিত, ইকবাল, নিয়ামতপুর উপজেলার নাজমা বেগম ও পিয়ারা বেগম, পত্নীতলা উপজেলার খায়রুল, রুবেল ও জীবন, মহাদেবপুর উপজেলার আবিদ, সাপাহার উপজেলার মিজানুর ও মেমী, রাণীনগর উপজেলার রবিউল। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৮৮জন।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মুনজুর-এ-মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত ওই ১৬ জনকে ১৪ দিন হোম আইসোলেশনে রেখে চিকিৎসার দেওয়া হয়। ১৪ দিন পর তাদের নমুনা আবার পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হলে তাদের রিপোর্ট নেগেটিভ আসে। এরপর তারা পূর্ণ সুস্থ্য হওয়ায় সোমবার তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
উল্লেখ্য জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা ১৩২, মৃত্যু হয়েছে ১জনের।
পিবিএ/সুমন আলী/এএম