নওগাঁয় এক কিশোরসহ নতুন আরও ৪ জন করোনায় আক্রান্ত

পিবিএ,নওগাঁ: নওগাঁয় গত ২৪ঘন্টায় এক কিশোর ও ঢাকা ফেরত দুই মহিলাসহ নতুন করে ৪জনের নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজেটিভ এসেছে।
এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩ জন।

বুধবার রাতে নওগাঁর সিভিল সার্জন ডা: আ.ম. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান ১২৪টি নমুনার মধ্যে এই ৪জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তরা হলো জেলার রাণীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামের অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোর। ওই কিশোর ঢাকা ফেরত করোনায় আক্রান্ত তার বড় ভাইয়ের সংস্পর্শে থাকায় করোনায় আক্রান্ত হয়েছে একই উপজেলার গোনা গ্রামের ঢাকা ফেরত এক রাজমিস্ত্রি এছাড়াও আত্রাই উপজেলার সদুপুর ও দিঘা গ্রামের ঢাকা ফেরত দুই মহিলা। করোনায় আক্রান্ত ওই ব্যক্তিসহ তাদের পরিবারকে লকডাউন করা হয়েছে। এছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।
পিবিএ/সুমন আলী/এএম

আরও পড়ুন...