পিবিএ,নওগাঁ: নওগাঁ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নুরুল ইসলাম নুরু (৫৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) রাত ১১টার দিকে শহরের কাপড়পট্টি এলাকায় নিজ বাসায় তিনি মারা যান।
নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঈদের দুইদিন আগে তার জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়। পরে ঈদের আগেই তার নমুনা সংগ্রহ করা হয়। গত ৩০ মে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। এর পর থেকে তিনি বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু সোমবার (১ জুন) রাত ১১ টার দিকে তার নিজ বাড়িতে তিনি মারা যান।
করোনা আক্রান্ত মৃত নুরুল ইসলাম নুরু শহরের তরু বস্ত্রালয় এবং সততা মার্কেটের মালিক। তরু বস্ত্রালয়ের দ্বিতীয়তলায় তিনি বসবাস করতেন।
উল্লেখ্য জেলায় এ পর্যন্ত ১৩২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন, মারা গেলেন দুই জন।
পিবিএ/সুমন আলী/এমএসএম