নওগাঁয় পৌর মেয়র সহ বিএনপির ৩ নেতা কারাগারে

নওগাঁ,শামীনূর রহমান: সরকারি কাজে বাঁধা ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ঘটনায় পৃথক মামলায় নওগাঁ পৌর মেয়র সহ বিএনপির তিন নেতা গেলেন কারাগারে। এরপর বৃহস্পতিবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিজ্ঞ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন, নওগাঁ পৌরসভা মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু এবং সাবেক পৌর
বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান (মিজান)।

আসামী পক্ষের আইনজীবী মিনহাজুল ইসলাম বলেন, নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে তারা চার সপ্তাহের জামিনে ছিলেন। করোনা ভাইরাসে তাদের জামিনের মেয়াদ বাড়িয়ে দেয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে তারা তিনজন চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ পূর্বক জামিনের আবেদন করে। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে আদালতে চত্বরে এক বিক্ষোভ মিছিল বের হয়।

এ বিষয়ে নওগাঁ জেলা বিএনপি’র আহবায়ক মাস্টার হাফিজুর রহমান বলেন, সরকার বিরোধী দলেন নেতা কর্মিদেরকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে দমন – পীড়ন করছে। সারাদেশের মতো নওগাঁর এমন ঘটনা ঘটিয়েছে। জেলা বিএনপির পক্ষে হইতে তিব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার চাই বলে জানান তিনি।

উল্লেখ্য, সরকারি কাজে বাঁধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ
জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩০ মার্চ নওগাঁ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বাদী হয়ে এ মামলা করেন। পৃথক দুই মামলায় ৫৭ জন করে একই ব্যক্তিসহ অজ্ঞাত আরও অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে।#

 

আরও পড়ুন...