পিবিএ,নওগাঁ: নওগাঁ রাণীনগর উপজেলার গোনা ইউনিয়েন গোনা গ্রামে বিদেশ ফেরত ছেলে আসলাম হোসেনের (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে ছেলে আসলামের গলায়দড়ি দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ দেখে মা রাশেদা বেগম (৫৫) ঘটনা স্থলেই স্টোক করে মারা যান। নিহত আসলাম হোসেন গোনা ইউনিয়নের গোনাগামের আব্দুস সালামের ছেলে এবং স্ত্রী রাশেদা।
শনিবার সকালে পুলিশ নিহতদের শয়ন কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করেছে। নিহত আসলাম হোসেন দীর্ঘদিন বিদেশে ছিলেন গত একবছর পূর্বে তিনি দেশে এসে মা-ছেলে এক বাসাতেই থাকতেন। রাণীনগর থানার অফিসার ইনচার্জ জহুরুল হক বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে । ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনানুগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ইউনুস আলী ফাইম/বিএইচ