নওগাঁয় বাস ও ভটভটির চাপায় নিহত ২

Road Accident p hoto PBA

বাবুল আখতার রানা,পিবিএ,নওগা: নওগাঁ শহরের বাইপাস রোডে জিয়াউর রহমান (৩৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত জিয়াউর রহমান বিডিআর ক্যাম্প এলাকার আবু তালেব সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, নওগাঁর শখের পল্লীতে পিকনিকে আসা তিলেকপুর ক্যাডেট মাদ্রাসার একটি বাস দ্রুতগতিতে এসে বাইসাইকেলটিকে ধাক্কা দিলে সাইকেল আরোহী জিয়াউর রহমান ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনার পর জনতা ৩/৪টি বাস ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

অপরদিকে, নওগাঁর মান্দায় হুমায়রা খাতুন (৭) নামে বেবী শ্রেনীর এক মাদ্রাসার শিক্ষার্থী ভটভটির চাপায় নিহত হয়েছে। সে উপজেলার গনেশপুর ইউনিয়নের পারইল গ্রামের নজরুল ইসলামের ছেলে। হুমায়রা প্রসাদপুর বাজারের আল হেরা স্কুল একাডেমীতে যাবার সময় ভটভটি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।

নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাই ও মান্দা থানার ওসি মোজাফফর হোসেন পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিবিএ/এফএস

আরও পড়ুন...