নওগাঁয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল

পিবিএ,নওগাঁ: জেলায় একটি পূর্নাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল ও সমাব্শে করেছে মুভমেন্ট ফর ডেভলপমেন্ট অফ নওগাঁ। বৃহস্পতিবার বেলা ১ টায় নওগাঁ সরকারি কলেজে এই কর্মর্সচি পালিত হয়েছে।
মুভমেন্ট ফর ডেভলপমেন্ট অফ নওগাঁর আহবায়ক ও জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের সভাপতিত্বে এই আনন্দ সমাবেশে নওগাঁ সরকারি কলেজের উপাধ্যাক্ষ খাজা আব্দুল গনি,সহযোগি অধ্যাপক মোজাফ্ফর হোসেন, প্রভাষক আব্দুস সালাম, জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল, শীতল খান, তারেক, তানভীর, ফাইম, আকাশ প্রমুখ বক্তব্য রাখেন।

সংগঠনের আহবায়ক শফিকুর রহমান মামুন বলেন, মুভমেন্ট ফর ডেভলপমেন্ট অফ নওগাঁ জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলন শুরু করে ২০১৩ সালে। এই সংগঠনটি বিুিভন্ন সময়ে নানা কর্মসূচি ও পালন করেছে। এরপর নওগাঁ বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিটি বিভিন্ন মহলে আলোচিত হয়ে আসছিলো। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে জেলা আ’লীগের সভাপতি ও সাবেক সাংসদ আব্দুল মালেকের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী এক ভিডিও কনফারেন্সে নওগাঁয় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস দেন। এর ধারাবাহিকতায় গত ১৭ ফেব্রুয়ারি এক পত্রে নওগাঁয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদনসহ পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিককে নিদের্শ দেন।

এ বিষয়ে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ জানান, নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন এটি নিঃসন্দেহে আনন্দের সংবাদ।তিনি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী এক পত্রে পরবতী পদক্ষেপ নেয়ার জন্য শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিককে নিদের্শ দিয়েছেন।

নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদনের কথা নিশ্চিত করে নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সাংসদ ও খাদ্রমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, খুব শিঘ্রই বিশ্ববিদ্যালয়টি স্থাপনের কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য ইতোমধ্যেই দুটি সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে। প্রস্তাবটি অনুমোদন করায় নওগাঁবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ ছাড়াও জেলার সকল সংসদ সদস্যরাও প্রস্তাবটি অনুমোদন করায় নওগাঁবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এছাড়া বুধবার সন্ধ্যায় এই খবরে জেলা ছাত্রলীগ শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করে। নওগাঁয় পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদনের খবরে জেলা আওয়ামিলীগসহ জেলার সকল মহলে আনন্দের বন্যা বইছে।

পিবিএ/ইউনুস আলী ফাইম/বিএইচ

আরও পড়ুন...